সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমানের আশু সুস্থতা কামনা করেছেন কলারোয়ার সীমান্তবর্তী অঞ্চলের সাংবাদিকদের সংগঠন সীমান্ত প্রেসক্লাব।
রবিবার (২৬ জুলাই) সীমান্ত প্রেসক্লাবের আহ্বায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিদাতারা হলেন সীমান্ত প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক পত্রদূতের সাংবাদিক মোঃ অহিদুজ্জামান, সদস্য সচিব ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা'র সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, সাবেক উপদেষ্টা খায়রুল আলম কাজল, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক কাফেলা'র সাংবাদিক ও কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার শফিকুর রহমান, সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আজকের সাতক্ষীরা'র সাংবাদিক মোঃ হোসেন আলী, সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক সাতনদী'র সাংবাদিক আক্তারুজ্জামান, দৈনিক বজ্রশক্তি’র সাংবাদিক মিল্টন কবির, কলারোয়া নিউজের সহকারী সম্পাদক (নিউজ) মিলন দত্ত, দৈনিক আমার সময়’র কলারোয়া প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ।
দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান সম্প্রতি নোভেল করোনা ভাইরাস উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) এ আইসোলেশনে থাকা অবস্থায় তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]