বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে আগামি ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির যে নিউজ প্রচার করা হচ্ছে সেটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছেন।
জরুরি বার্তায় তিনি উল্লেখ করেন, লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এ বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন। স্ক্রলটি অবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মাইদুল ইসলাম প্রধান বলেন, বিভিন্ন গণমাধ্যমে সচিব মহোদয়ের বরাত দিয়ে সাধারণ ছুটির যে নিউজ প্রচার করা হচ্ছে সেটি সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। এটি মিথ্যা ও দুঃখজনক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]