পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠী) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ জয়ী হয়েছেন। তিনি ঈগল প্রতীকে ৯৯ হাজার ৭২৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি-জেপির প্রধান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ হাজার ৩৩৩ ভোট।
পিরোজপুর-২ আসন থেকে সাতবার সংসদ নির্বাচনে অংশ নেওয়া মঞ্জু এবারই প্রথম পরাজিত হলেন। জয়ী মহিউদ্দিন মহারাজ একসময় আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস ছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি ভান্ডারিয়া উপজেলায়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক। তার বাড়িও ভান্ডারিয়ায়।
১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন আনোয়ার হোসেন মঞ্জু। এরপর আরও পাঁচবার ওই আসন থেকে জয়ী হন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]