২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ১০ বছরের কারাদন্ডাদেশ প্রাপ্ত বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আপিল আবেদন জজ আদালতে শুনানির পরিবর্তে হাইকোর্টে শুনানি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আবেদনটির ওপর বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশ দেবেন।
আদালতে আবেদনটির পক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম।
অন্যদিকে সাবেক এমপি হাবিবের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় চলতি বছরের ৪ ফেব্রম্নয়ারি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিন জনকে ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছিলেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর। পরে ওই রায়ের বিরুদ্ধে হাবিবুল ইসলাম জেলা জজ আদালতে আপিল দায়ের করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম বলেন, জজ আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। কিন্তু ১০ বছরের দন্ডিত হাবিবুল ইসলাম হাবিবের আপিল শুনানির আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে রিভিশন দায়ের করেছে। কেননা, রাষ্ট্রপক্ষের যুক্তি হলো- যাদের ৭ বছরের বেশি দন্ড হয়েছে তাদের আপিল শুনানি জজকোর্টে নয়, হাইকোর্টে হতে পারে। এ কারণেই এ রিভিশন দায়ের করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]