শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাবেক সাংসদ ও বিএনপির এই কেন্দ্রীয় নেতার সুস্থতার জন্য সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এক বিবৃতি প্রদান করেছে।
বিবৃতিদাতাদের মধ্যে আছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, এবং কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিব তালার মাগুরা ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলনে অংশগ্রহণকালে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
হাবিবুল ইসলাম হাবিবের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মীরা এবং শুভাকাঙ্ক্ষীরা। সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এছাড়া, তার অসুস্থতার খবরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উদ্বেগ প্রকাশ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে হাবিবুল ইসলাম হাবিব দলীয় কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তার অসুস্থতার কারণে দলীয় কর্মকাণ্ডে কিছুটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে দলীয় সূত্র জানিয়েছে, তার অনুপস্থিতিতেও দলের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার রাজনৈতিক অঙ্গনে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। স্থানীয় রাজনীতিতে তার প্রভাব থাকা সত্ত্বেও দলের অন্যান্য নেতারা তার দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে রাজনীতিক ও সাধারণ জনগণের মধ্যে তার দ্রুত সুস্থতা কামনা নিয়ে আলোচনা ও প্রার্থনা চলছে। তার সুস্থতা ও পুনরায় সক্রিয়তা ফিরে পাওয়ার জন্য দলীয় নেতাকর্মীরা অপেক্ষা করছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]