সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের হাড়দ্দহ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে বিজিবি ৪৯২ পিস ইয়াবা ও একটি নম্বারবিহীন জিপগাড়ি জব্দ করেছে।
সোমবার বিকেলে বিজিবি এ অভিযান চালায়।
এ সময় শহীদুল ইসলাম ও তার ভাই আসাদুল পালিয়ে যায়।
বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের পদ্মশাঁখরা ক্যাম্পের সুবেদার মহসিন আলী জানান, শহীদুল ইসলাম ও তার ভাই আসাদুলের বাড়িতে ভারত থেকে আনা বিপুল পরিমান মাদক মজুদ রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে ভোমরা, পদ্মশাঁখরা ও কোমরপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালায়।
সন্ধ্যায় ওই বাড়িতে রাখা শহীদুল ইসলামের মালিকানাধীন একটি নাম্বার বিহীন জিপগাড়ি থেকে ৪৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ওই জিপগাড়িটি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, সোমবার রাতে পদ্মশাঁখরা বিজিবি ক্যাম্পের সুবেদার মহসিন আলী বাদি হয়ে আসাদুল ইসলামকে পলাতক দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
সূত্র: পত্রদূত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]