সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ট মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল হকের সহধর্মিণী ইলা হক ইন্তেকাল করেছেন।
বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলা হক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, ইলা হকের মৃত্যুতে গভীর শোক ও দূ:খ প্রকাশ করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
তার মৃত্যুতে বিনম্র শ্রদ্ধা, গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ইল হক ছিলেন প্রথিতযশা ব্যক্তিত্ব। তিনি ছিলেন ডা.রুহুল হক সাহেবের অনুপ্রেরণা। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিও শোক প্রকাশ করেছেন।
ইলা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ। দলের জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এক বিবৃতি ইলা হকের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
গভীর শোক জ্ঞাপন করেছেন আশাশুনির ৩নং কুল্যা ইউনিয়নের তরুন সমাজসেবক সাবেক সাবেক ছাত্রলীগ নেতা ওমর ছাকি পলাশও।
এছাড়া তাৎক্ষণিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]