সামান্থা রুথ প্রভু, দক্ষিণী ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। যদিও বর্তমানে ব্যক্তি জীবনে চলছে টানাপোড়েন। কিন্তু পেশাগত জীবনে আছেন ঊর্ধ্বমুখী অবস্থায়। শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নায়িকাদের সর্বাধিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন তিনি।
প্রথম স্থানে রয়েছেন নয়নতারা।
ইন্ডাস্ট্রিতে সামান্থার বয়স প্রায় ১২ বছর। এক দশকেরও বেশি সময় একাধিক সফল ছবি তার ঝুলিতে। বলা হয়, তিনি যাতেই হাত দেন, তাতেই সোনা ফলে।
গত বছর চেনা পরিসর পেরিয়ে হাতেখড়ি হয়েছে বলিউডে। সফল সেখানেও। তাক লাগিয়েছিলেন ‘ফ্যামিলি ম্যান’-এর ‘রাজি’ হয়ে। একের পর এক সাফল্যের নিজের পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন সামান্থা।
সূত্রের খবর, একটি ছবির জন্য পারিশ্রমিক নেন তিন থেকে পাঁচ কোটি রুপি। প্রযোজনা সংস্থা এবং আরও কিছু বিষয় দেখেশুনে সামান্থা তার পারিশ্রমিক ঠিক করেন।
সম্প্রতি অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে একটি আইটেম গানে দেখা গিয়েছে সামান্থাকে। পর্দায় খোলামেলা অবতারে সহজেই তাক লাগিয়েছেন সামান্থা। ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি রুপি পেয়েছেন অভিনেত্রী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]