দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কলারোয়া প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে ওই মানববন্ধনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, 'ধর্ম যার যার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই মানুষ। সুতরাং মানুষ হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ।'
এতে সভাপতিত্ব করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, পূজামণ্ডপে, ব্যবসা প্রতিষ্ঠানে, বাসগৃহে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, ওয়ার্কার্স পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রউফ, সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষার্থী লামিয়া ও শিক্ষার্থী আল মামুন।
প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন সাংবাদিক ও শিক্ষক দীপক শেঠ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]