দীপক শেঠ, কলারোয়া: সারাদেশের ন্যায় কলারোয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ৬ষ্ঠ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুৃয়ালি দেশের ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
সোমবার(৩০ অক্টোবর) সকাল ১১ টায় রাজধানীর ওসমানী মিলনায়তন থেকে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসাবে কলারোয়া মডেল মসজিদের উদ্বোধন করা হয়। উপেজলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়, সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ'লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান এস,এম আফজাল হোসেন হাবিল, শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, সহকারী প্রোগ্রামার অফিসার( আইসিটি) মোতাহার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধিজন ও উপজেলার সকল মসজিদের ইমাম ও হাফেজগণ।
পরে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত কলারোয়া মডেল মসজিদের নাম ফলক উন্মোচন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির।
উল্লেখ্য, এ সকল মডেল মসজিদে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা থাকবে বলে জানা যায়। এ ছাড়া, হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের রেজিস্ট্রেশন, প্রশিক্ষনের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্ণার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক- প্রাথমিক শিক্ষা, পবিত্র কুরআন শিক্ষার ব্যবস্থা ও ইসলাসিক সাংস্কৃতিক সম্মেলন কক্ষ, ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র ও দেশি- বিদেশি অতিথিদের জন্য বোডিং সুবিধা থাকবে বলে সংশ্লিষ্ঠ মন্ত্রাণালয় থেকে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]