রাজধানীসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। শীতের প্রকোপে গত সপ্তাহের তুলনায় রাজধানীর হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে ১৫ ভাগ।
আবহাওয়া অধিফতর জানিয়েছে, বৃষ্টি না হলে সামনের দিনগুলোতে শীতের মাত্রা কিছুটা কমবে।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝারি থেকে ভারী কুয়াশা পড়তে পারে সকালের দিকে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও রাজশাহীতে ৮ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। তবে বৃষ্টি না হলে রাজধানীতে শীতের প্রকোপ কমবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]