গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণে স্মরণসভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সদর উপজেলার বাশঁদহা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে 'সাতক্ষীরা সাহিত্য একাডেমি' ও 'সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী স্মৃতি পাঠাগার' এর উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ দীপক কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাঃ মো: সহিদুর রহমান।
এসময় তিনি বলেন, সাহিত্যতিক মোহাম্মদ ওয়াজেদ আলী আমাদের আলোক বর্তিকা। তিনি শেষ জীবন নিজ গ্রম বাঁশদহাতে কাটিয়েছেন। সাহিত্যতিক মোহাম্মদ ওয়াজেদ আলীর স্মরণে প্রতিবছর এমন স্মরণসভা আয়োজনের জন্য আহবান জানান।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি পলটু বাসার।
তিনি বলেন, এলাকার আলোকদীপ্ত মানুষগুলোকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সে জন্যেই সাতক্ষীরা সাহিত্য একাডেমি এরকম আয়োজন করে থাকে। তিনি বলেন বাঁশদহা সমৃদ্ধ গ্রাম। সাতক্ষীরাতে রয়েছেন বিপ্লবী কেশবচন্দ্র সমাদ্দারের সমাধি, হাওয়ালখালির আল কামাল আব্দুল ওহাব ছিলেন খ্যাতিমান গীতিকার ও কবি।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা খাতুনের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে বিস্তর আলোচনা করেন।
সবশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ সহিদুর রহমান। ১ম থেকে ৫ম স্থান অধিকারিকে পুরস্কার প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]