বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন কক্সবাজারের উখিয়ার ৪নং রাজাপালংয়ের একটি পাহাড় থেকে ১ লাখ ২০ হাজার ইয়ায়া জব্দ করেছে। যার বাজারমূল্য তিন কোটি ৬০ লাখ টাকা।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলডেবার পাহাড়ে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। গভীর রাতে ইয়াবা পাচারকারীরা মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে আটকের প্রস্তুতি নেয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তার স্বার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে।
অবস্থা বেগতিক দেখে ইয়াবা পাচারকারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ১ জানুয়ারি ২০২২ হতে এখন পর্যন্ত ১০৫ কোটি ৭১ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ১১ জন আসামিকে আটক করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]