চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি তাস খেলার আসরে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটারের বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।
তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে থানার ভরা পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- প্রদীপ দাশ (৫২), মধুসুদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)। এদের মধ্যে প্রদীপ দাশের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, বাকলিয়া থানা এলাকায় সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটারের বিস্ফোরণ হলে ওই রুমে আগুন ধরে যায়। রুমে থাকা অগ্নিদগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনেন স্থানীয়রা। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সবাই বসে তাস খেলছিল বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]