সিরাজগঞ্জের তাড়াশে ৩২৫ গ্রাম হেরোইন দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ থানার বারুহাসগামী রাস্তার উপর এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী মধ্যপাড়া এলাকার মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী (৩৬) ও একই উপজেলার বালসাবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী (৩৫)।
র্যাব ১২ এর মিডিয়া অফিসার এম.রিফাত-বিন-আসাদ শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশের বারুহাসগামী রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২৫ গ্রাম হেরোইন যার মূল্য প্রায় ৩২ লাখ টাকাসহ দুই শীর্ষ মাদক কারবারীকে আটক করা হয়।
এছাড়াও মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদের কে সংশ্লিষ্ট থানায় হস্তানত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]