মারুফ সরকার: সিরাজগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার কমিটির বিরুদ্ধে দূনীতির পাহাড় জমেছে ।অর্ত আত্বসাৎ,খেলোয়াড়দের ন্যূনতম সেবা থেকে বঞ্চিত,তাদের প্রতি অমানবিক ব্যবহার,বিগত দিনের দূনীতি চাপা দেবার জন্য অবৈধভাবে ব্যাংক ভোট তৈরির ষড়যন্ত্র, নিয়মিত খেলা পরিচালনা না করা,ফুটবল ফেডারেশনকে ক্রিড়া সংস্থার সাথে সংযুক্ত করা,হ্যান্ডবল খেলা না খেলেও পিকনিক করে কমিটি গঠন করাসহ নানাবিদ দূনীতি পাহাড় জমেছে ।জেলা ক্রিড়া সংস্থার সিরাজগঞ্জ কমিটির বিরুদ্ধে ঘটনা এখানেই শেষ নয় ।মাননীয় যুব ও ক্রিড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেলকে সিরাজগঞ্জে না আসার জন্য নিরুৎসাহিত করা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে মন্ত্রী মহোদয় সিরাজগঞ্জ এলেও সাধারন সম্পাদক অনুপস্থিত থেকে তাকে হেয় প্রতিপন্ন করার দৃষ্টান্তও দেখিয়েছে ।
গতকাল সকালে সিরাজগঞ্জ জেলা ক্রিড়া অনুরাগীরা তাদের এই ক্ষোভ-দু:খের কথা সাংবাদিকদের জানান ।এ সময় জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকসহ স্থানীয় ও আঞ্চলিক সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।তাদের অভিযোগে জানা যায়, আগামী ১৪ অক্টোবার জেলা ক্রিড়া সংস্থার এ নির্বাচনে বৈতরনী পার হবার জন্য পূর্বেকার কমিটি তাদের দূনীতি,স্বজনপ্রীতি,অর্থ আত্বসাৎ করাকে ধামাচাপা দেবার জন্য অবৈধভাবে হ্যান্ডবল ও ফুটবল খেলোয়ারদের ১৭ জনকে ভোটার বানিয়ে পকেট কমিটি গঠন করে ।যাদের নাই কোন ক্লাব, নাই কোনো ঠিকানা অপর দিকে ফুটবল ফেডারেশন থাকতে জেলা ক্রিড়া সংস্থার সঙ্গে ফুটবলের সাথে কোনো সম্পর্ক না থাকলেও ফুটবলের ৯টি ভোটার সদস্য বানিয়ে তাদের ভোটার বানিয়েছে ।এ সময় অনিয়মকে তারা নিয়মে পরিনত করেছে ।অভিযোগে আরো জানা যায় যে, বিগত কয়েক বছর যাবৎ জেলা ক্রিড়া সংস্থার কমিটি তাদের কার্যক্রম বন্ধ রেখে নামকাওয়াস্তে কিছু খেলা চালিয়ে বিপুল পরিমান অর্থ আত্বসাৎ করে খেলোয়ারদের প্রাপ্ত টাকা না দেওয়া, তাদের থাকা খাওয়া দূরাবস্থার সৃষ্টি,অস্বাস্থ্যকর পরিবেশে তাদের রাখায় খেলোয়াররা ক্ষুব্ধ হওয়ার ঘটনাও ঘটেছে ।এ ব্যাপারে ক্রিকেটার মিল্টন ও ক্রিকেটার মারুফ সাংবাদিকদের এসব তথ্যের সত্যতা স্বীকার করেন ।তারা আরো জানান,জেলা ক্রিড়া সংস্থার নির্বাচনে ৩১ জনের প্যানেল থাকার কথা থাকলেও এখন সর্বসাকুল্যে রয়েছে মাত্র ২৭ জন ।যা প্যানেল দেবার মত সংখ্যা হয়নি ।য়েখানে পাবনা জেলা ক্রিড়া সংস্থার সদস্য সংখ্যা ১৫০ জন ।সেখানে সিরাজগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার রয়েছে মাত্র ২৭ জন । অথচ প্রাথী হবার কথা ৩১ জন । এর মুল কারন হচ্ছে বিগত কমিটির ব্যর্থতা এবং সকল প্রকার খেলা চালু না করার প্রামাণ্যচিত্র । অভিযোগকারী ক্রিড়া অনুরাগীরা জানান, কমিটির বাইরে থেকে অন্যান্যরা যে ক্রিড়া পরিচালনা করেছেন কমিটিতে থেকেও সে সব কাজ সিদ্ধ হয়নি ।ঘটনার এখানেই শেষ নয় । আরো কিছু সামনে আসবে চোখ রাখুন । চলবে ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]