দেশের সীমান্তবর্তী জেলাগুলোয় করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে লকডাউন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।
বৃহস্পতিবার (২৭ মে) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যের ডিজি।
তিনি আরও জানান, আগামী সপ্তাহেই অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের টিকা শেষ হবে।
করোনা সংক্রমণ রোধে দেশে ফাইজারের টিকা ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন এ বি এম খুরশীদ আলম।
এছাড়া রাশিয়ার টিকা কেনার বিষয়ে আগামীকাল বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
এদিকে বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ভ্যাকসিন থেকে ১ হাজার ৮২২ চীনা নাগরিককে টিকা দেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]