কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া এলাকার একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘ ।নতুন কমিটিতে সভাপতি হিসেবে চাঁন্দুড়িয়ার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক হিসেবে কাঁদপুর গ্রামের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ কথাসাহিত্যিক তৈমুর রহমান মৃধা ।
(১২ আগস্ট) সংগঠনটি কার্যনির্বাহী কমিটি ২০২১-২২ ঘোষণা করে। কমিটি অনুমোদন দেন অত্র সংগঠনটির আহবায়ক আজহারুল ইসলাম।
২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আজমীর হোসেন লিমন, অর্থ সম্পাদক হিসেবে মোঃ মুছা করিম সহ আরো অনেকে বিভিন্ন পদে নিয়োগ পান।
সংগঠনটির সদ্য নিয়োগপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধা তার অনুভূতি জানতে চাইলে বলেন, 'যে এলাকায় বেড়ে উঠেছি, সেই এলাকার জন্য কাজ করা আমার একটি স্বপ্ন। আশাকরি, এই সংগঠনের হাত ধরে সে স্বপ্ন বাস্তবায়নের পথে পাড়ি দিব। সকলকে সাথে চাই। "
উল্লেখ্য, সীমান্ত সম্প্রীতি সংঘ সংগঠনটি চলতি বছরের ১২ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে।সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে থেকে বিভিন্ন জনসেবামুলক কাজ করে আসছে এবং বর্তমানেও এটি চন্দনপুর ইউনিয়নে সেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]