নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এবারও সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথে হিসাবে উপস্থিত ছিলেন জেলা সামজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, তথ্য অফিসার জাহারুল ইসলাম, বিশিষ্ট আইনজীবি এ.কে.এম. শহিদউল্ল্যাহ, সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মোস্তফা মোস্তাক আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সদস্য সচিব রফিকুল ইসলাম। এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন নতুন পোশাক পরিধান করে নাচ-গান এর মাধ্যমে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আনন্দে মেতে উঠে। বনভোজনে বিদ্যালয়ের ৮৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সকল শিক্ষক-কর্মচারি, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]