সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে আটক জেলেদের বন আইনে জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে। গত সোমবার রাত ৮ টায় বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বন আইনে (সিওআর) আড়াই লাখ টাকা জরিমানা করে জেলেদের মুক্তি দেন।
আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় প্রবেশ না করার জন্য জেলেদের পরামর্শ দেন এসিএফ এমএ হাসান। উল্লেখ্য গত সোমবার সকাল ৬ টার দিকে গহিন সুন্দরবনে মান্দারবাড়িয়া খালে ১৬ জন জেলে অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যদের হাতে ধরা পড়ে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]