সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হয়েছেন আব্দুল ওয়াজেদ আলী (৪৫) নামে এক জেলে। তবে ছোট ভাই লিয়াকত হোসেনের বীরত্বে বাঘের মুখ থেকে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।
বুধবার (২৯ মার্চ) ভোরে আহত ভাইকে নিয়ে লোকালয়ে ফিরেছেন লিয়াকত হোসেন। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ।
লিয়াকত বলে, আমরা কাঁকড়া শিকার করছিলাম। মঙ্গলবার সকাল ৯টার দিকে হঠাৎ একটি বাঘ বড় ভাইয়ের ওপর আক্রমণ করে। এ সময় নৌকায় থাকা গরানের লাঠি হাতে আমি উচ্চস্বরে শব্দ করতে থাকি এবং বাঘের চোখে চোখ রেখে মোকাবিলার চেষ্টা করি। একপর্যায়ে বাঘটি ভাইকে ছেড়ে দিয়ে চলে যায়। ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ জখম হয়েছে। তাকে এখন বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় একজন জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছে। তবে তার নামে বনে ঢোকার পাশ পারমিট ছিল না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]