মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের গহীন জঙ্গল থেকে বাঘের আক্রমনে নিহত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার মৌয়াল কাওছার গাইন (৩০)।
সে গাবুরার খলিসাবুনিয়া গ্রামের রাজ্জাক গাইনের ছেলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার-এসও নুরুল আলম কাউছারের সঙ্গী মৌয়ালদের বরাতে জানান, গত ০৫ মে বনবিভাগের পাসপারমিট নিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে প্রবেশ করে। কিন্তু দু’দিন আগে মধু সংগ্রহের নির্ধারিত টেরিটরি অতিক্রম করে মধু সংগ্রহ করতে গহীন জঙ্গলে প্রবেশ করে। শনিবার নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করলে তাকে বাঘ আক্রমন করে। কাউছারের সঙ্গী মৌয়ালরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। এখনও চলছে সেই অনুসন্ধান।
এদিকে, কাউছারের পরিবারে চলছে শোকের মাতম। কাউছার দুই ছেলে-মেয়ের বাবা। তার স্ত্রী ও ছোট ছোট সন্তানেরা এই খবরে বারবার মূর্ছা যাচ্ছেন বলে জানান গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]