সুন্দরবনে বাঘের থাবায় আহত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লোকালয়ে চলে আসে একটি হরিণ। পরে হরিণটিকে চিকিৎসা দিয়ে সকাল ১০টার দিকে ফের বনে ছেড়ে দেয় বনবিভাগ।
বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে মোংলার বৈদ্যমারী গ্রামসংলগ্ন বনে বাঘের আক্রমণের শিকার হয়ে একটি হরিণ ওই গ্রামের দুলাল নামের এক ব্যক্তির বাড়িতে চলে আসে। পরে ওই বাড়ির লোকজন বনবিভাগকে খবর দিলে তারা এসে আহত হরিণটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে যায়। সেখানে রক্তাক্ত হরিণটিকে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে সকাল ১০টার দিকে আবারও বনে ছেড়ে দেওয়া হয়।
চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘হরিণটিকে অনেকটাই খারাপ অবস্থায় পেয়েছি। পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। হরিণটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। চিকিৎসা দেওয়ার পর হরিণটি সুস্থ হলে ১০টার দিকে আবারও সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]