সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাইনমারী খালে কাঠেরশর টহল ফাড়ীর বনপ্রহরীরা টহলরত অবস্থায় শিকারীদের বেধড়ক মারপিটের শিকার হয়েছে। এ ঘটনায় দুই বনকর্মী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনবিভাগ জানায়, সুন্দরবনের কাঠেরশর ফরেস্ট অফিসের কর্মরত বন প্রহরীরা নিয়মিত টহল পরিচালনার সময় হরিণ শিকারীরা নৌকায় হরিণ নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত ৭ জুন সোমবার দূপুর ১২টার দিকে তিন হরিণ শিকারীসহ একটি নৌকা আটক করে। এসময় ঐ হরিণ শিকারীরা কৌশলে বনপ্রহরীদের বেধড়ক মারপিট করে পালিয়ে যায়।
এ ঘটনায় বনপ্রহরী রাজ বাবর ইসলাম সজল ও আব্দুল আজিজ গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগ সুত্রে জানান যায় ঐ হরিণ শিকারীরা গাবুরার ৯ সোরা গ্রামের আমজাদ আলীর ছেলে আমিনুর, মৃত মোকছেদ গাজীর ছেলে ইউনুচ গাজী এবং আমজাদ গাজীর ছেলে আব্দুর রউফ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]