নিজস্ব প্রতিনিধি . সাতক্ষীরার নদী উপকূলে সামাজিক বনায়নের তিন সহ¯্রাধিক গাছ কেটে নিধনের প্রতিবাদে শ্যামনগর বাসস্ট্যান্ডে পরিবেশকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ।
বৃহস্পতিবার দুপুরে পরিবেশ বিষয়ক সংগঠন সিডিও’র আয়োজনে গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সমাবেশ ও মানববন্ধন। সমাবেশে চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ বলেন, শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চরের গাছপালা হলো উপকূলবাসীর রক্ষাকারী সবুজ বেষ্টনী। সেই বেষ্টনী যেভাবে ধ্বংস প্রাপ্ত হলো তা দীর্ঘকাল এলাকাবাসীকে খেসারত দিতে হবে। তিনি প্রত্যাশা করেন অবিলম্বে পরিবেশ ধ্বংসে জড়িত এই বৃক্ষনিধনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করবেন প্রশাসন।
প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদ, গাবুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরিদা খাতুন, পরিবেশবাদী সংগঠন সিএনআরএস’র স্মরণ চৌহান, সাবেক ছাত্রনেতা মেহেদী মারুফ, স্বেচ্ছাসেবক মারুফ হোসেন মিলন, আবু রায়হান, সানজিদা খাতুন, বৃষ্টি হালদার, হাফিজুর রহমান। পরিবেশ আন্দোলনের সংগঠক গাজী আল ইমরান বলেন, পরিবেশ ধ্বংসকারীরা যত বড় শক্তিশালী হোক প্রশাসনের থেকে তারা বেশী শক্তিশালী নয়। অবিলম্বে এদের আইনের আওতায় আনতে হবে। একই সাথে উপকূলীয় বেড়িবাঁধ জুড়ে বৃক্ষরাজি তথা সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। মানববন্ধন ও সমাবেশ শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেন পরিবেশবাদী ও আন্দোলনকারী এলাকাবাসী।
ইউএনও নাজিবুল আলম আন্দোলনকারীদের আশ^স্ত করে বলেন, বৃক্ষনিধনের বিষয়ে দ্রুতই তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একই সাথে পরিবেশ রক্ষায় যা করণীয় তা করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]