কলারোয়া প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে যুবকদের ক্রীড়ামুখী হতে হবে। একমাত্র ক্রীড়াই সামাজিক সকল অবক্ষয় থেকে যুবকদের মুক্তি দিতে পারে। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এ জনপদের ক্রীড়াঙ্গনকে গত পঞ্চাশ বছর ধরে আলোকিত করে আসছে। সেই আলোকবর্তিকায় নব উদ্যমে ক্লাবটি এগিয়ে চলুক তাদের সাফল্যের ধারাবাহিকতায়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে ক্লাবের সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ক্লাবের সভাপতি বি এম আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ব্যাজ পরিয়ে দেন ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম।
শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি অ্যাড. মিজানুর রহমান পিন্টু, কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবুবকর ছিদ্দীক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সহসভাপতি আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সরকারি কলেজের সাবেক জিএস এম এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাবেক ছাত্রদল নেতা এস এম খালিদ খান, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বি এম পলাশ প্রমুখ।
ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]