সাতক্ষীরায় হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম’র শিশু সাংবাদিকদের দু’দিন ব্যাপী কর্মশালার শেষ দিনে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কর্মকান্ড শিশুদের আলোকিত মানুষ গড়তে সহায়তা করে। শিশুদের সাংবাদিকতা শুনতেই ভাল লাগে। শিশুদের অধিকার, শিশুদের সাফল্য সম্ভাবনা এসব তুলে ধরার জন্য এধরনের কার্যক্রম শিশুদের উপযুক্ত নাগরিক ও সফল মানুষ হতে যথেষ্ঠ সহায়ক। প্রধানত পড়াশুনা করতে হবে পাশাপাশি শিশু সাংবাদিকতার মতো সৃজনশীল কর্মকান্ডে অংশ নেয়া যেতে পারে। তাতে শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারবে। শিশু সাংবাদিকদের এ কাজে শুরু থেকেই বস্তুনিষ্ঠ-সত্যনিষ্ঠ হতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা শিশুদের উদ্দেশ্যে এসব কথা বলেন এবং শিশুদের হাতে কর্মশালা’র সনদ তুলে দেন।
শিশুরাও জেলা প্রশাসকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
শনিবার সমাপনি দিনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
সমগ্র প্রশিক্ষণ কর্মশালা সমন্বয় করেন এবং প্রশিক্ষণ প্রদান করেন হ্যালো’র নির্বাহী সম্পাদক সুলায়মান নিলয়।
কর্মশালায় বক্তব্য রাখেন ও অংশ নেন শিশু সাংবাদিক অগ্রঃ (বিসর্গ), নিবিড় মেহেদী, আদৃতা বর্ষা, নাফিসা রাইছানা, রোকাইয়া কুলসুম পাহাড়ী, সুদিপ্তা সিংহ, মেহেরুন নেছা, সামিহা খান, মুশফিকা নাজনিন ইভা, নোমান ইমতিয়াজ প্রিন্স, গালিব নিয়াজ, মো: তানভির আহছান, অরিত্র দাশ, নবেন্দু মন্ডল, অনিত আঢ্য, সিদরাতুল মুনতাহা অন্নি, মেহেরীন মোস্তফা, অয়ন্তিকা বর্মন রিমি, শেখ মিফতাহুল জান্নাত ও মইনুর ইসলাম রুমন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]