নিখোঁজের তিন দিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গসংলগ্ন সেপটিক ট্যাংক থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে শিশু রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোহান সদরের মসজিদপাড়ার সুজন আলীর ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান খান বলেন, গত বুধবার রোহান নামের শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শিশুটিকে হত্যা করে মর্গসংলগ্ন সেপটিক ট্যাংকে ফেলে রাখার বিষয়টি গতকাল রাত আটটার দিকে জানা যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। হত্যার কারণ এখনো জানা যায়নি।
হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]