কলারোয়া হাসপাতাল ও বঙ্গবন্ধু মহিলা কলেজ গেটের সামনের একটি নতুন ভবনে হাফিজা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
তিনি বলেন, ‘ব্যবসার দৃষ্টিভঙ্গি থেকে দূরে থেকে সেবার মানসিকতা দৃঢ় করতে পারলে স্বাস্থ্যসেবা উন্নতি হবে। একজন মানুষ যখন অসুস্থ্য হন তখন অসহায়ত্বের মধ্যে পড়েন। সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক যায়গায় স্বাস্থ্য ব্যবসা শুরু হয়েছে। কোনভাবেই অসুস্থ্য-অসহায় মানুষকে নিয়ে ব্যবসা করা যাবে না, তাদের পাশে থাকতে হবে সেবার মানসিকতা নিয়ে। সাধারণ মানুষ সামর্থ্য অনুযায়ী ভালো স্বাস্থ্যসেবা পেলে তাদের দোয়া আর প্রচারে এই ক্লিনিকের প্রসার হবে নিমিশেই।’
খাদ্য গুদামের পাশ থেকে এই নতুন ভবনে হাফিজা ক্লিনিক স্থানান্তরিত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম লাভলু, ক্রীড়া সংগঠক সঞ্জয় সাহা, প্রভাষক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
আয়োজকরা জানান, হাফিজা ক্লিনিকটি এখন নতুন আঙ্গিকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ডিজিটাল মেশিনসহ দক্ষ নার্স ও ডাক্তারের সমন্বয়ে সজ্জিত করা হয়েছে। সাধারণ মানুষ স্বল্পমূল্যে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে সকল ধরণের আল্ট্রাসানো পরীক্ষা, সিজার, অপারেশন ও ডাক্তারের পরামর্শ সেবা পাবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]