অবশেষে খেলাঘর ভাঙলো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ২০২২ মৌসুমের শিরোপা নিজেদের করে নিয়েছে নবাগত দল গুজরাট টাইটান্স।
গুজরাট জিতলেও এবারের আসরের সেরা রান সংগ্রাহক রাজস্থান রয়্যালনের জস বাটলার। এক আসরে ৪ সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার মোট ১৭ ম্যাচ খেলে ৮৬৩ রান তুলেছেন। গড় ৫৭.৫৩, স্ট্রাইক রেট ১৪৯.০৫।
সাথে ফিফটিও আছে ৪টা।
রানার্সআপ রাজস্থানের আরেক ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল নিয়েছেন এই আসরের সর্বোচ্চ উইকেট। বাটলারের সমান ১৭ ম্যাচ খেলে ২৭ উইকেট শিকার করেছেন চাহাল। তার ইকোনমি ৭.৭৫, গড় ১৯.৫১।
চলতি আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন জস বাটলার (৪৫)। সবচেয়ে বেশি চার মেরেছেন জস বাটলার (৮৩)। সবচেয়ে বেশি ফিফটি করেছেন ডেভিড ওয়ার্নার (৫)। সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন জস বাটলার (৪)।
দ্রুততম ফিফটি রেকর্ড দখলে নিয়েছেন প্যাট কামিন্স (১৪ বল)। দ্রুততম সেঞ্চুরি রজত পাতিদার (৪৯ বল)। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কুইন্টন ডি কক (৭০ বলে অপরাজিত ১৪০ রান) সর্বোচ্চ স্ট্রাইক রেট প্যাট কামিন্স (২৬২.৫০)। সেরা গড় ডেভিড মিলার (৬৮.৭১ গড়ে ৪৮১ রান)
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]