কলারোয়ার সোনাবাড়ীয়ায় প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠান। সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী ছিল জমকালো আয়োজন। ঈদুল ফিতরের পরের দিন (২৩ এপ্রিল) উত্তর সোনাবাড়ীয়াস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্ট শেষে শেষ বিকেলে শুরু হয় ৮ দলীয় নকআউট গাদন খেলা। রোমাঞ্চকর খেলায় চ্যাম্পিয়ন হয় মেহেমানপুর, রানার্স আপ- চেড়াঘাট। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পৃথক দুটি ছাগল প্রদান করা হয়।
সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজিন হোসেন হেলাল বিকালে আনুষ্ঠানিকভাবে গাদন খেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান, আওয়ার নিউজ বিডি’র নির্বাহী সম্পাদক কাজী ইমরান, সাব-ইন্সপেক্টর রাজিব মন্ডল, স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন, আশা’র সহকারী ব্যবস্থাপক আব্দুল লতিফ কাজল।
আরও উপস্থিত ছিলেন- কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈল, সহ. সম্পাদক মো. শফিকুর রহমান, দেবাশীষ চক্রবর্তী বাবু, আদিত্য কুমার, মোকলেছুর রহমান। এছাড়াও সংস্থার সকল পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রচার সহযোগী ছিলেন- আওয়ার নিউজ বিডি ও কলারোয়া নিউজ ডটকম। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- আক্তারুল সরদার, ইয়াছিন আলী, ইমামুল হোসেন, আব্দুল্লাহ আল গালিব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]