ধুুলো মাখা দিন গুলি
আজ মনের গভিরে শান্ত হয়ে শুয়ে আছে,
শৈশবের সেই দামালতা হারিয়ে গেছে অজানাই,
তাইতো এখন প্রকৃতির সাথে প্রেম হয়না,
ছুয়ে দেখা হয়না কাদা মাটি,
অনেকদিন ধরে যাওয়া হয়না বট তলার ছায়ায়।
অনেক দিন ধরে ছুটিনা বৃষ্টি মুখর দিনে
গরুর পিছে পিছে,
ছুটবো বা কেন, আমিতো এখন বড়
পৃথিবিতো এখন আমার কথায় নাচে।
সত্যি অনেক দিন ধরে..
ভালোবাসিনা প্রকৃতিকে,
ভালোবাসা হয়না সেই মেঠো পথকে,
ভুলে গেছি নাকি? নাকি সার্থপর?
নাকি আমি আমার আমিকে হারিয়ে ফেলেছি
এই পৃথিবীর ডিজিটাল নামক করুন ডাকে?
আমি বিবর্ন, আমি অতিষ্ট, আমি ক্লান্ত
আমাকে কি একটু শান্তি দিবে?
যদি দিতে চাও ফিরিয়ে দাও শৈশব,
ফিরিয়ে দাও ধুলো মাখা দিন গুলি,
আবার নাহয় ছোট হয়ে যাই,
কন্ঠে না হয় তুলি, সেই বেসুরের গানের বুলি।
লেখায়:
সোলাইমান
তালুন্দিয়া, কামারালি, কলারোয়া।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]