ফরিদপুরের বোয়ালমারীর ১৩টি গ্রামে আগাম ঈদ পালিত হবে। বৃহস্পতিবার (১৩ মে) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ পালন করবেন তারা।
বোয়ালমারীর মাইটকোমরা গ্রামের বাসিন্দা শেখর কাজী ও কাজী আমিনুল ইসলাম জানান, দুটি ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, সুর্যোক, বন্ডপাশা ও জয়দেবপুর গ্রামগুলোর কয়েক হাজার মানুষ আগাম ঈদ পালন করে আসছেন। এবারো তারা তা অব্যাহত রাখবেন।
শেখর ইউপি চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা বলেন, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ একদিন আগে থেকে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। সে অনুযায়ী তারা একদিন আগে ঈদ পালন করেন।
শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে দুটি ইউনিয়নের এ গ্রামগুলোর বেশ কিছু মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম রোজা ও ঈদ পালন করে আসছেন।
বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, উপজেলার ১৩ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুই ঈদ পালন করে থাকেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]