বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের নির্বাচনে কলারোয়ার মিজানুর রহমান যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
শনিবার যশোর পি,টি,আই তে খুলনা অঞ্চল বাংলাদেশ স্কাউটসের ৩৬তম ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সাতক্ষীরা জেলা থেকে সহ.সভাপতি পদে মোঃ ইদুজ্জামান এবং যুগ্ম সম্পাদক পদে কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটের সম্পাদক মো. মিজানুর রহমান প্রতিদ্বন্দিতা করে জয়লাভ করেন।
এটি সাতক্ষীরা জেলার জন্য বড় অর্জন বলে মনে করছেন এলাকাবাসী।
কলারোয়ার মো. মিজানুর রহমান শুভ বিজয়ী হওয়ায় এলাকার ছেলে হিসেবে অভিনন্দন জানিয়েছেন দূর্নীতি দমন কমিশনের পরিচালক ড.খান মো. মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুল কাদের বাচ্চু, এমএহাকিম সবুজ, শিক্ষক মো. তাজাউদ্দীন, রুহুল আমিন খোকন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা'র আহবায়ক শেখ শাহাজাহান আলী শাহিন ও যুগ্ম আহ্বায়ক মাস্আটার ব্দুল ওহাব মামুন প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় বিজয়ী বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মিজানুর রহমান বলেন, আমি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি এবং এই অর্জনে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]