রাজধানীর মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF)।
এক শোকবার্তায় ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়— "আমরা গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব নিষ্পাপ শিশু ও ছাত্র-ছাত্রীদের— যারা ভবিষ্যতের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে এসেছিল, যাদের প্রাণ হারিয়ে আজ শোকস্তব্ধ নিস্তব্ধতায় ভরে গেছে।"
ফাউন্ডেশন আরও জানায়, এই দুঃখজনক ঘটনার পেছনে যেসব গাফিলতি, দায়িত্বহীনতা ও কর্তব্যে অবহেলা আছে— তার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা। সেই সঙ্গে তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সদস্যদের একটি দল সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
শোকবার্তায় বলা হয়— "গভীর দুঃখ, ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করছি সব হারানো প্রাণ ও তাদের শোকস্তব্ধ পরিবারের প্রতি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]