লক্ষ্মীপুরের রায়পুরে শ্বশুরবাড়ি থেকে জাফর হোসেন (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের একটি খোলাঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাফর উদমারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
পুলিশ জানায়, জাফরের বাবা আবুল কাশেম একমাস আগে মারা যান। শনিবার (৩ জুলাই) জাফর স্ত্রী সীমা আক্তারকে নিতে শ্বশুরবাড়িতে যান। এ সময় সীমা আরও কিছুদিন বাবার বাড়িতে থাকার কথা বলে ওইদিন স্বামীর সঙ্গে যেতে অপারগতা জানান। এনিয়ে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এতে জাফর রাতের খাবার খেয়ে ঘর থেকে বেড়িয়ে যান।
রোববার সকালে স্থানীয়রা শ্বশুরবাড়ির একটি খোলা টিনের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) হাসান জাহাঙ্গীর হোসেন বলেন, যুবকের ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা না-কি আত্মহত্যা তা নিশ্চিতভাবে বলা যাবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]