আগামী ১১ এপ্রিলে অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল)। ওই দিন নির্বাচন কমিশন (ইসি) সভায় এ সিদ্ধান্ত হবে। এদিকে আগামী ৩১ মার্চ দেশের কয়েকটি পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ মার্চ) বিকালে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, মহামারি করোনা নিয়ন্ত্রণে সকালে সরকার ১৮টি নির্দেশনা জারি করে। এরপর জরুরি বৈঠকে বসে কমিশন।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৩১ মার্চে কয়েকটি নির্বাচন রয়েছে; এ নির্বাচনগুলো হবে। তবে ১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপ-নির্বাচন রয়েছে। এ বিষয়ে অনির্ধারিত বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে নির্বাচন কমিশনের মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত তারা পাননি। তবে ভোট হবে না এমন ইঙ্গিত তারা পেয়েছেন। জানা গেছে, বৈঠকে ৩১ মার্চের পরে নির্বাচন কমিশনের সব ধরনের প্রশিক্ষণ স্থগিত হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]