স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থা জি এফ এ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরাতে ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়েং নিতে নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির’’ লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২১ আগষ্ট,২০২৫ তারিখ বুধবার বিকাল ৪টার সময় সাতক্ষীরা সদরের ১নং বাাঁশদহা ইউনিয়নের ৭ নং ওয়াড মেম্বর মোছাঃ ছাবিনা ইয়াছমিন এর উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে একটি কমিউনিটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বিনামুল্যে আইনগত পরামর্শ ও সহায়তা গ্রহনে উক্ত লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পেশার ভুক্তভোগী শতাধিক নারী ও এলাকার সাধারন জনগণ বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ নেওয়ার জন্য উপস্থিত হন। বিভিন্ন আইনগত বিষয়ে পরামর্শ প্রদান করেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট মো: আকরাম আলী।
লিগ্যাল ক্যাম্প অনুষ্টানটি পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল অফিসার মো: শরিফুল ইসলাম্। সিভিক কমিটির সদস্য তহমিনা প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]