স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থা জি এফ এ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরাতে ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির’’ লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৪ আগষ্ট,২০২৫ তারিখ রবিবার সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী হলরুমে মানবাধিকার নারী পরিষদ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক জনাব মাধব চন্দ্র দত্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরার ষ্টাফ রিপোটার সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী।
উক্ত ওরিয়েন্টেশনে সাতক্ষীরা সদর উপজেলার বাাঁশদহা,ভোমরা, শিবপুর ও বৈকারী ইউনিয়নের মানবাধিকার নারী পরিষদের ৪ জন আহবায়কসহ মোট ৪৮ জন মানবাধিকার নারী পরিষদের সদস্য উপস্থিত ছিলেন্। সদস্যদের দায়িত্ব কর্তব্যসহ মানবাধিকার, জেন্ডার সমতা, নারীর অধিকার ও মৌলিক অধিকার বিষয়ে ধারণা দেওয়া হয়।
সদস্যরা নিজেরা স্ব উদ্যোগে নিজ এলাকাতে বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজ করার জন্য মতামত ব্যক্ত করেন। অনুষ্টানটি পরিচালনা ও সহযোগীতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল অফিসার মো: শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]