স্বদেশ আসকএর উদ্যোগে স্কুল পর্যায়ে নাট্যদল গঠন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫ স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় দাতা সংস্থা জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের বিদ্যালয় নাট্য দল( বিনাদ) এর সদ্যসদের অরিয়েন্টিশন অনুষ্টিত হয়। অরিয়েন্টিশন কার্যক্রম এ অংশগ্রহন করেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ। ওরিয়েন্টিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:রেজাউল ইসলাম প্রধান শিক্ষক তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও উপস্থিত ছিলেন রঘুনাথ মন্ডল, অনিমেষ বাছাড় শিক্ষক তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। ওরিয়েন্টিশনটি পরিচালনা করেন স্বদেশ সংস্থার প্রোগাম অর্গানাইজার মোঃ আজাহারুল ইসলাম এবং প্যারালিগ্যাল মোঃ শরিফুল ইসলাম। ওরিয়েন্টেশনে সমাজ গঠনে ছাত্রদের ভুমিকা, নাগরিক অধিকার,বিদ্যালয়ের পরিবেশ, সমকালিন ইস্যুভিত্তিক টকশো সহ নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ছাত্রদের ভুমিকা এবং শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ছাত্রী ১৩ জন এবং ছাত্র ১২ জন মোট ২৫ জন সদস্যের একটি বিদ্যালয় নাট্যদল গঠন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]