সুজন বাবু। স্বপ্ন পুলিশে চাকরি করার। দিন আনা দিন খাওয়া পরিবারে জন্ম। কখনো ইট ভাঙার কাজ করে। আবার কখনো ইটের ভাটায় কাজ করে লেখা পড়ার খরচ চালিয়েছেন সুজন। অনেক কষ্টে লেখাপড়া শিখেছে সুজন। তারা ১ ভাই, ১ বোন। বোন শশুর বাড়ী। সুজন ছোট। বাবা দিন মজুরের কাজ করে। মাত্র দেড় কাঠা ভিটে বাড়ি। ছোট কাল থেকেই স্বপ্ন পুলিশের চাকরী করবার।
২০১৭ সালে পুলিশে আবেদন করে ব্যর্থ হয় সুজন। এর পর ২০১৮ সালে কারারক্ষী পদে আবেদন করেন। ২০২০ সালের ৬ অক্টোবর ফিটনেস পরীক্ষা দেন। ১৪ নভেম্বর লিখিত পরিক্ষায় অংশ নেন। তবে তার কপালে চাকরি জোটেনি। কারণ..
যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া গ্রামের দিন মজুর কওছার সর্দারের ছেলে সুজন। তার মায়ের নাম মনোয়ারা খাতুন। সুজনের বিশ্বাস কোন রকমে সুজনের এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর কানে গেলে অবশ্যই তার চাকরি হবে। পুরণ হবে সুজন বাবুর স্বপ্ন।- এমনটাই জানালেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]