স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গাজায় নির্বিচারে সাধারণ মানুষ ও শিশু হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয় এ কর্মসূচি।
পরে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একর্মসূচি পালিত হয়।
ছাত্ররা শ্লোগানে শ্লোগানে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি বেসামরিক জনতার উপর সামরিক বর্বরতা, নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদ জানায়।
তারা স্বাধীন ফিলিস্তিনের দাবি জানান।
একই সাথে ফিলিস্তিনে নিষ্ঠুর বর্বরতার প্রতিবাদ করায় আমেরিকার শিক্ষার্থীদের উপর নেয়া শাস্তিমুলক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন সরকারের প্রতি আহবান জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন, তৌকির আহমেদ, মাসুদ রানা, মেহেদী হাসান, ইব্রাহিম মির্জা, তোকির হাসান প্রমুখ।
ছাত্ররা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগ্রামী জনতার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করে। একই সাথে সমর্থনসূচক প্ল্যাকার্ড তুলে ধরে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]