দেবহাটা প্রতিনিধি: বিজিবি’র উপস্থিতিতে দেবহাটা সহ সাতক্ষীরার চারটি থানার কার্যক্রম শুরু হয়েছে। গত (৫ আগস্ট) সন্ধ্যায় বন্ধ হওয়ার পর (১০ আগস্ট) থেকে আবারও সীমিত পরিসরে সাতক্ষীরার সীমান্তবর্তী চারটি থানার কার্যক্রম শুরু হয়েছে।
যার মধ্যে শনিবার বিকালে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদারের উপস্থিতিতে দেবহাটা থানায় এ কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল হক, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক।
দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ (বাবু), রিপোর্টাস ক্লাবের সভাপতি ওহিদুজ্জামান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য রেহেনা পারভীন, জামায়াত নেতা ফয়জুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার বলেন, সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী রাষ্ট্রীয় সম্পদ।
তাই এই সম্পদ রক্ষায় আমাদের কাজ করতে হবে। রাষ্ট্রের নাগরিক, সবার অধিকার সমান। জনগণের পাশে থেকে বিজিবি সদস্যরা সার্বিক সহায়তা করা হবে। তিনি গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]