চলমান লকডাউন শেষে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে বলে জানানো হয়েছে। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।
এছাড়া চলমান লকডাউনের অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।বন্ধ থাকবে বেসরকারি প্রতিষ্ঠান।
আসন্ন ঈদুল আজহায় মানুষের চলাচলে সুবিধার্থে এবং পশুর হাটে বেচা-কেনার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজই এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
জানা গেছে, ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন জারি করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]