আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এমপি বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে ই- পাসপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক ভোমরা ডিজিটালাইজেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে স্থলবন্দরসমূহ আজ আরও একধাপ এগিয়ে গেল।
শেখ হাসিনা সরকারের আগে যদি প্রেতাত্মারা ক্ষমতায় না থাকতো বাংলাদেশ আরো এগিয়ে যেত। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন (ভার্চুয়াল) পরিচালক ফিলিপ ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর সিদ্দিকী। এসময় ভোমরা স্থলবন্দরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]