সড়কে সবার সামনে স্ত্রীকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছেন এক স্বামী। চীনের এসইহাওজৌ শহরে গত শনিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।
পথচারী উপস্থিত থাকলেও তিনি স্ত্রীকে পিটিয়ে মেরেছেন। কেউ বাধা দেয়নি।
এগিয়ে আসেনি বাঁচাতে।
স্বামীর এই পেটানোর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এসইহাওজৌ শহরের রাস্তায় গত শনিবার সকালে ওই দম্পতির বিদ্যুৎচালিত স্কুটারের সঙ্গে আরেকটি যানের সংঘর্ষ হয়। এরপরই ওই নারীকে পেটান তার স্বামী।
এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, স্ত্রীকে হত্যার ঘটনার তদন্ত হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রীকে স্বামী পেটানোর সময় আশপাশে অনেক সাইকেলারোহী ও পথচারী ছিলেন। কিন্তু কেউই এ ঘটনার প্রতিকারে কেউই এগিয়ে আসেননি। বেশির ভাগ মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন।
সূত্র: রয়টার্স
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]