সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যবিপ্রবির পিএমই বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসান আর নেই। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে শনিবার দিবাগত আনুমানিক রাত ১২.৩০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি যবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী এবং শহীদ মসিয়ূর রহমান হলের আবাসিক ছাত্র। তিনি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের ওয়ার্ড মেম্বার মোঃ কামাল উদ্দিনের ছেলে।
গত বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে তার এলাকার ছোট দুই ভাইসহ চুয়াডাঙ্গা থেকে যশোর আসার পথে আনুমানিক সকাল ৯.৩০ টায় মহেশপুর-খালিশপুর রোডের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় একই দিক থেকে আসা একটা ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। ফলে তার হাত, পা, মাথায় গুরুতর জখম হয় এবং পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এলাকাবাসীর সহায়তায় এম্বুলেন্সে তাকে প্রথমে যশোর সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ দিন গুরুতর অসুস্থ থাকার পর মারা যান।
তার মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]