আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) সকালে আশাশুনি ঘোলা রোডের মহিষকুড় মোল্লা বাড়ির মোড় এলাকায় পিছন থেকে মটরসাইকেলে একটি বাস সজোরে আঘাত করে। বাসের নাম্বার ঢাকা মেট্রো চ- ৩৩৫৫। এতে করে মটরসাইকেলের পিছন থেকে ছুঁটকে পড়ে গিয়ে বাসের তলে পড়ে যায় ঢালী মো. সামছুল আলম। মটরসাইকেল চালক আসমাতুল্লা আল গালিবও ছুঁটকে পড়ে যায়। তবে সে কোনোরকমে সামছুল আলমকে বাসের তলা থেকে বের করে। স্থানীয়দের সহায়তায় সামছুল আলমকে অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তার চিকিৎসকরা জানিয়েছেন, কপালে, কোমরে, হাঁটুতে, পায়ে সহ কয়েকজায়গায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। চিকিৎসা চলমান রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com