শুক্রবার ৭ আগস্ট সকালেও ১৮ কি.মি. দৌড়ালেন। কিন্তু ঘরে আর ফেরা হলো না, পর্বতারোহী রেশমা নাহার রত্নার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদার (বীর বিক্রম) এর কনিষ্ঠ কন্যা।
তাঁরা ৩ ভাই ও ৪ বোন।
সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনের সড়কে সাইকেলে বাসায় ফেরার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তিনি দু'টি ছয় হাজারি মিটার পর্বত আরোহণ করেন। দেশ একজন সম্ভাবনাময়ী পর্বতারোহী হারালো। তার সাথে স্মৃতির কথা বলে শেষ হবে না। ভালো থাকবেন উপারে।
রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না।
শুক্রবার সকাল ৯টার দিকে সাইক্লিং করার সময় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, রেশমা নাহার রত্নাকে মাইক্রোবাস চাপা দিলে আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেশমা নাহার রত্না পেশায় একজন স্কুল শিক্ষক। ২০১৬ সালে বাংলাদেশের পাহাড় কেওক্রাডংয়ের চূড়া স্পর্শ করার মাধ্যমে শুরু হয় রত্নার পাহাড়ে অভিযান।
পর্বতারোহী রেশমা নাহার রত্না ২০১৯ সালে ২৪ আগস্ট ভারতের লাদাখে অবস্থিত স্টক কাঙ্গরি পর্বত (৬১৫৩ মিটার) এবং ৩০ আগস্ট কাং ইয়াতসে-২ পর্বত (৬২৫০ মিটার) সফলভাবে আরোহণ করেন। ২০১৮ সালে আফ্রিকার উচ্চতম পর্বত মাউন্ট কিলিমানজারো ও দ্বিতীয় উচ্চতম পর্বত মাউন্ট কেনিয়া অভিযানে অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]