মাদারীপুরের কালকিনিতে হত্যার ভয় দেখিয়ে ১০ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) রাতে মো. বিল্লাল বেপারী (৬০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে তাকে মাদারীপুর কারাগারে পাঠায় থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষক বিল্লাল বেপারী কালকিনি উপজেলার সিরাজ বেপারীর ছেলে।
পুলিশ জানায়, উপজেলার এক হাফেজী মহিলা মাদরাসার ছাত্রীকে বিভিন্নসময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ওই মাদরাসার পরিচালক বিল্লাল বেপারী। একপর্যায় তিনি ওই ছাত্রীকে নিজ বসতঘরে নিয়ে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এসময় ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মাদরাসার বোর্ডিংয়ে তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যান বিল্লাল। এ বিষয়টি দেখে ওই ছাত্রীর সহপাঠীরা তার খালাকে অবহিত করে। পরে সোমবার রাতে ছাত্রীর খালা বাদী হয়ে থানায় মাদরাসার পরিচালক বিল্লাল বেপারীকে আসামি করে মামলা করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর আসামি বিল্লালকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]